ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন হতদরিদ্ররা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে গত এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো একেবারেই কর্মহীন হয়ে পড়েছেন। এমতাবস্থায় সামান্য চাল, ডাল পাওয়ার আশায় প্রতিদিনই নবীনগর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন অসহায় হতদরিদ্ররা। কিন্তু সরকারি ভাবে এখন পর্যন্ত নবীনগর পৌরসভার নামে তেমন কিছুই বরাদ্দ না আসায় হতদরিদ্ররা খালি হাতেই বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে, এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়া এসব অসহায় গরীবদের কিছু দিতে না পেরে পৌর কর্তৃপক্ষও অনেকটা বিব্রত। এ অবস্থায় নিজেদের করণীয় ঠিক করতে বুধবার রাতে পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন মেয়র। জানা গেছে, গত ২৬ মার্চ থেকে সারাদেশের ন্যায় নবীনগর উপজেলাও অনেকটা অঘোষিতভাবে ‘লকডাউন’ হয়ে পড়ায় শ্রমজীবী মানুষেরা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় গত এক সপ্তাহ ধরে কাজের জন্য বাড়ি থেকে বের হতে না পেরে এসব শ্রমজীবীরা পড়েছেন বেশ বেকায়দায়। ফলে কর্মহীন এসব মানুষ সাহায্য, সহযোগিতা পেতে নিজেদের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের কাছে ধর্ণা দিয়েও কিছু পাচ্ছেন না। তবে স্থানীয় উপজেলা প্রশাসনকে গত কয়েকদিন ধরে সীমিত আকারে দরিদ্র এসব মানুষকে সরকারি উদ্যোগে কিছু চাল, ডাল ও আনুষাঙ্গিক দ্রব্যাদি বিতরণ করতে দেখা গেছে। কিন্তু ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রায় ৪০ হাজার মানুষের আবাসস্থল প্রথম শ্রেণির নবীনগর পৌরসভা থেকে এখন পর্যন্ত কাউকেই কোন সহযোগিতা করতে পারছে না। স্থানীয় একাধিক দরিদ্র অসহায় পরিবারের লোকজনের অভিযোগ, গত তিন দিন ধরে মেয়রসহ বিভিন্ন কাউন্সিলরদের বাড়িতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও এক মুঠো চাল, ডাল আমরা পাচ্ছি না। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সায়েদ বলেন, হতদরিদ্র এসব মানুষ সকাল হলেই আমার বাড়িতে সরকারি সাহায্যের জন্য ভিড় জমায়। কিন্তু এ পর্যন্ত সরকারি কোন সাহায্য না আসায় এদের কাউকে আমরা কিছুই দিতে পারছি না। এ জন্য নিজেকে বড়ই অপরাধী মনে হচ্ছে। নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। উপজেলা প্রশাসন কিছু ত্রাণ দিতে পারলেও, আমরা পৌরসভার পক্ষ থেকে এই দুঃসময়ে হতদরিদ্রদের কিছুই দিতে পারছি না। এটি সত্যিই আমাদেরকে কষ্ট দিচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে বুধবার রাতে সব কাউন্সিলরদের নিয়ে আমার অফিসে জরুরি বৈঠকও করেছি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান মুঠোফোনে জানান, পৌরসভায় দেওয়ার মতো এখনও কোন বরাদ্দ আমরা পাইনি। তবে উপজেলা প্রশাসনের নামে সরকারি যেসব ত্রাণ যাচ্ছে, সেটিই আপাতত সমন্বয় করে উপজেলা প্রশাসন ও পৌরসভা উভয় স্থান থেকেই দরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে। Share this:FacebookX Related posts: চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস যুবলীগ নেতাকে গুলি করে হত্যা মাটিরাঙ্গায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার চন্দনাইশ ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের উদ্যোগে কম্বল ও মশারী বিতরন সেনবাগে মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ পাহাড় কাটার দায়ে জরিমানা বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: খালি হাতেত্রাণ না পেয়েফিরে যাচ্ছেনহতদরিদ্ররা