ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : ফের ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। রাজ্যেজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। মৃত্যু হয়েছে একজনের। পজিটিভিটি রেট ১৪ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্য়াকটিভ কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ৯০২ জন। এরমধ্যে ৮২ জন হাসপাতালে ভর্তি। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের মধ্যে বেশির ভাগ বয়স্ক। কোমর্বিডিটির কারণেই করোনা পজিটিভ হওয়ার পর তাদের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ভিড় এড়াতে ও ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন। সপ্তাহের মাঝে করোনা সংক্রমণ বাড়তে দেখে কোভিড বিধি জারি করেছেন কলকাতা হাইকোর্ট। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার ফিরেছে কলকাতায়। অবশ্য পশ্চিমবঙ্গে টিকাকরণের হার বেশ ভালো। প্রথম দুটি ডোজ তো বটেই, বয়স্কদের অধিকাংশেরই বুস্টার ডোজ নেওয়া হয়ে গেছে। এরপরও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, বয়স্করা ভিড় এড়িয়ে চলুন। সর্দি, কাশি, গলা ব্যথা হলে অবহেলা নয়, চিকিৎসকের কাছে যেতে হবে। ছোটদেরও যথেষ্ট সতর্কতা প্রয়োজন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, সম্প্রতি শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। তার মধ্যে ফের রাজ্যে করোনার হানা। Share this:FacebookX Related posts: করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার ভারতে করোনা শনাক্ত ফের তিন লাখের উপরে করোনা ঠেকাতে ভারতজুড়ে ট্রেন চলাচল বন্ধ করোনা আতঙ্কে কলাম্বিয়ার কারাগারে দাঙ্গায় নিহত ২৩, চিলিতে সান্ধ্য আইন ভারতে করোনায় আক্রান্ত ১ হাজার ৯৮১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯ হাজার ৬৬২ জন করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা ভারতে দুই বাংলাদেশি আটক, একাধিক আধার কার্ড-মাদক উদ্ধারের দাবি করোনা ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ ভারতে বিনামূল্যে দেয়া হবে ভ্যাকসিন ভারতে গণটিকাদান শুরু ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৮ করোনা টিকা নিলে মানুষ সমকামী হবে, দাবি ইরানি ধর্মগুরুর SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাফের চোখ রাঙাচ্ছেভারতে