কৃষকের ধান কেটে দিল ফেনী জেলা ছাত্রলীগ

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক ; ফেনী জেলায় শ্রমিক সংকট ও উচ্চমূল্য ধান ঘরে তুলতে দিশেহারা কৃষকরা। এই অসহায় কৃষকদের পাশে থেকে ধান কেটে ঘরে পৌঁছে দিলো ফেনী জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা এলাকায় প্রায় দেড় একর জমির ধান কেটে ঘরে পৌছে দেয় ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানায়, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে ফেনী জেলা ছাত্রলীগের ১১টি ইউনিটি এ নির্দেশনা পালন করেন। ফেনী জেলা ছাত্রলীগের নির্দেশে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

কৃষকের মাঠে যতদিন ধান থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কেটে ঘরে পৌছে দেবে বলে জানান সভাপতি।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন কৃষকরা।