পটিয়ায় শ্রমিকনেতা শহিদুল ইসলাম সেকু নিখোঁজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া অটো-টেম্পো, টেক্সী সিএনজি,রাভী,টাটা,এইচ,মাহিন্দ্রপরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির রেজিষ্ট্রেশন নং ৭৩৫০/৩১০ এর অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সেকু ৬ জানুয়ারি সোমবার বিকাল ৩ ঘটিকার দিকে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমিতির নেতৃবৃন্দ ও তার স্ত্রী মনোয়ারা বেগম জানান গতকাল সোমবার ৩ টার পর থেকে সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শেখু কে একাধিকবার মোবাইল ফোন করে পাওয়া যায়নি । এ সময় সমিতির নেতৃবৃন্দ তার বাসা বৈলতলী রোড় গিয়েও তার কোন খোজ খবর না পাওয়ায় থাকে পটিয়াসহ চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে তার পরিবারের সদস্য ও সমিতির নেতৃবৃন্দ থাকে অনেক খুঁজাখুজি করে পায়নি। এব্যাপারে পটিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে। যাহার নং ৩৮৮/২০ ইং কোন সুহৃদয়বান ব্যাক্তি পটিয়া অটো-টেম্পো সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম (সেকু)কে দেখে থাকলে সমিতির সভাপতি বদিউল আলম এর মোবাইল নং ০১৮৩১৬০৭৭৪২ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান শ্রমিক সমিতির নেতা শহিদুল ইসলাম শেখু নিখোঁজ হওয়ার পটিয়া থানায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি সাধার ডায়েরি করেছেন। পুলিশ শহিদুল ইসলাম শেখু কে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ দিকে সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শেখু নিখোঁজ খবরে সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং থাকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করার দাবি জানান সমিতির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম হিরু,সহ সভাপতি মোঃ লোকমান বাচা,সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, প্রছার সম্পাদক মোঃ বেলাল,সদস্য মোঃ জামাল উদ্দীন, মোঃ আলী আকবর, মোঃ বদিউল আলম,মোঃ আবুল হোসেন, মোঃ বেলাল,মোঃ রফিক, হিসাব রক্ষক কেএম আমজাদ হোসেন প্রমুখ। Share this:FacebookX Related posts: পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন পটিয়ায় ৩৪ বছর পর মাওলানা মাবুদের মাদ্রাসা এম.পি.ও হল চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের প্রাণহানি পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: পটিয়াশহিদুল ইসলামশ্রমিকনেতাসেকু নিখোঁজ