গুইমারায় ভয়াবহ অগ্নিকান্ড ২০টি দোকান ভষ্মিভূত কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
Exif_JPEG_420

আবদুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ১০জানুয়ারী রাত পৌনে ১১টার সময় এ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। কনকনে ডান্ডার কারণে বাজার ছিল প্রায় জনমানব শূণ্য যার কারণে দোকান গুলো থেকে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ্য দোকানীদের তথ্যমতে এ অগ্নিকান্ডে তাদের ১কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত পৌণে ১১টার দিকে হঠাৎ করেই দাও দাও করে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে সমস্ত দোকান গুলো ধরে যায়। আগুনের ভয়াবহ তাপের কারণে আগুন নেভানোর জন্য কাছে ঘেষতে পারেনি কেউ। পরে মাটিরাংগা ও রামগড়ের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের শুত্রপাত।

স্থানীয় মেম্বার আরমান হোসেন জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত। এ আগুনের কারণে ক্ষতিগ্রস্থ্য এ ব্যবসায়ীরা নিঃশ্ব হয়ে গেছে। আমি তাদের সাথে ঘটা এ ঘটনায় মর্মাহত। এবং তাদের সহযোগিতার জন্য আমি প্রস্তুত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।