চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নগরপিতা হওয়ার দৌড়ে এগিয়ে রেজাউল করিম চৌধুরী

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নতুন মেয়র হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল চারটায় চসিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে ৩৬৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ১,৩৭৮৭২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৮০০৫ ভোট।

চসিকে মোট কেন্দ্র ৭৩৫টি।এরমধ্যে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ভোটের ব্যবধান বেশি হওয়ায় নতুন নগরপিতা হওয়ার ক্ষেত্রে রেজাউল করিম এগিয়ে রয়েছেন।
এবার সিটি নির্বাচনে প্রথমবারের মতো সবকটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাত প্রার্থী। এরমধ্যে রয়েছেন- প্রধান দুই দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন। এছাড়াও রয়েছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা এম.এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন’র মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি)।

১৪ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৫৭ জন। সাধারণ ৪১ ওয়ার্ডের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ৩৯টি ওয়ার্ডে। ১৮নং ওয়ার্ডে হারুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ৩১ নং আলকরণ ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ওই ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৬৮ জন প্রার্থী।