হাত-পা বাঁধা ১১ জেলের গলিত লাশ মাছ ধরার ট্রলারে

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : একের পর এক মহদেহ নামানো হচ্ছে। আর এত মরদেহের খবর শুনে নদী পাড়ে ভীড় জমান শত শত মানুষ। ঈদের পরদিন রোববার বিকালের দিকে একটি মাঝিবিহীন ট্রলার নাজিরারটেক পয়েন্টে ভেসে আসে।

পাড়ে উপস্থিত সবাই অবাক মাঝিবিহীন এই ট্রলারের ঠিকানা পেলো কি করে? বোটটি যখন আসতে থাকে তখন এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সেই আতঙ্কে সত্যি হলো বোটটি কাছে আসতেই দূর থেকে দেখা যায় এক পা। আর সে পায়ের সূত্রে বের হয়ে আসে মরদেহের সারি।

হঠাৎ নাজিরটেক বোট আসার খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা সকাল থেকে নাজিরটেক এসে ভিড় করছেন। ওই ফিসিং বোটের ভেতর ১৪-১৫টি পর্যন্ত লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেখ খবর পাওয়া পর্যন্ত কক্সবাজার বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে মুখ-হাত-পা বাঁধা অবস্থায় ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা দুইটা থেকে অভিযান চালিয়ে শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে টেনে আনা একটি ট্রলার থেকে এসব উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয ওযার্ড কাউন্সিলর আকতার কামাল।

তিনি জানিয়েছেন, স্থানীয কিছু জেলে বঙ্গোপসাগরে গভীর এলাকায ভাসমান অবস্থায় ওই ফিশিং ট্রলারটি দেখতে পায। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ফিশিং বোটটি টেনে নাজিরাটেক পয়েন্টে নিয়ে আসে। এসময় সেখানে আনা ট্রলারের দুরন্ধ বেশী হওয়ায় ভিতর তারা গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ট্রলার থেকে উদ্ধার হওয়া লাশগুলোর প্রায় সব কটি গলিত হওয়ায় বিকৃত হয়ে গেছে। তাদের মধ্যে ছয়জনের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। লাশ থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০/১২ দিন আগের মারা গেছে। সমুদ্রে জলদস্যুরা কবলে পড়ে ট্রলারটির মাছজাল সব মালামাল লুট করে হয়ে যায়। ডাকাতদল জেলেদের হাতপা বেঁধে (ট্রলারে মাছ ও বরফ সংরক্ষণের কক্ষ) আটকে রেখে দরজা বন্ধ করে। সম্ভবত অক্সিজেন না পাওয়াতে তারা মারা যেতে পারে। অথবা অন্যকোন কারণে মারাগেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরো বলেন, কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। পরে লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে অনুন্ধানে নেমেছে বলে জানান তিনি।