পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

সেলিম চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ- সারাদেশের মতো প্রতিটি স্কুলে পালন করা হয়েছে বই উৎসব। খ্রিস্টিয় নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটিয়ার ঐতিহ্যবাহী শীর্ষ মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়ার এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মতো আমরাও বই উৎসব পালন করছি। পটিয়াসহ চট্টগ্রামে প্রায় ২ কোটি ৩ লাখ বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।

আগামী দিনগুলোতেও যেন এ কার্যক্রম অব্যাহত থাকে, সে আশা করছি। শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা। এ উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন (মাসুদ) এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ,পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম,সাধারণ সম্পাদক এম এন এ নাছির, হুইপের একান্ত সহকারী হাবিবুল হক চৌধুরী,স্কুল ম্যানেজিং কমিটির সহ- সভাপতি ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গনী, কাউন্সিলর রুপক সেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াসমিন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হক, ওমর শর্মা, জান্নাতুল ফাতেমা, কামরুন্নেছা বেগম, হাসনা খাতুন, আবদুল শুক্কুর, বিশ্বজিত সিংহ, মাহবুবা রহমান, কামরুন নাহার চৌধুরী, ছারোয়ার জাহান, লুৎফুন নাহার,নিগার সুলতানা, পিংকি সেন, শেফালী দেবী, পল্লব দাশ, তানজিলা ইয়াসমিন, প্যারা শিক্ষক তানিয়া, লুৎফা রিমু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন মাসুদ ও স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গনী দায়িত্ব এ স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলে লেখা পড়ার মান বৃদ্ধি পেয়েছে স্কুলের রেজাল্ট প্রমানিত হয়েছে। আগামীতে এ স্কুলের সাফল্যের ধারা অব্যহত রাখতে সকল অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।