চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর গোল চত্বরে কিশোরকে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে চেয়ারে বসে ফুজকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফাহাদ আলী(১৮) নামে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের বারোঘরিয়ার মহানন্দা ব্রিজ গোল চত্তর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইমন আলী (২০) নামে আর ও এক কিশোর আহত হয়েছেন। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে ও আহত ইমন একই গ্রামের আসরাফুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাহাদ আলী ও কয়েকজন যুবকে মাঝে ফুজকা খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একজন যুবক ফাহাদ আলীর বুকে চাকু ঢুকিয়ে দেই। এতে গুরুতর আহত হয় ফাহাদ। পরে স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কক্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমন নামে আরও এক যুবক আহত হয়েছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে। পুলিশ জানায়, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ নবাগত পুলিশ সুপারের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক-৩ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয়র আত্রাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের ২২ বছর সশ্রম কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাল রুপি ও সরঞ্জামসহ গ্রেফতার-৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার-২ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: কিশোরকেকুপিয়ে হত্যাগোল চত্বরেচাঁপাইনবাবগঞ্জমহানন্দা সেতুর