৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এক হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এদিন প্রথম দফায় ৮০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান।

রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। বিতরণের সুবিধার্থে ১০ জনের গ্রুপে সকল বীজ ও সার একত্রে দেয়া হচ্ছে।