পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন সময় সংবাদকে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়ক পথে চার দেশের সাথে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর।

বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।