রাস্তায় ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিককে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহত পোশাক শ্রমিকের নাম কুইন্স খাতুন (৩৯)।বুধবার সকালে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। কুইন্স খাতুনের গ্রামের বাড়ি নওগাঁ জেলার সদর থানার ফতেপুর এলাকায়। তার বাবার নাম মো. কুদ্দস মিয়া। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠালতলা এলাকায় ভাড়া থেকে। স্থানীয় এনভয় নামে একটি গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন। নিহতের স্বজনের দাবি, পারিবারিক কলহের জেরে তার সাবেক স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার পথে তাকে রাস্তার মাঝে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, আমাদের এলাকার আজাদ নামে একজনের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হয়েছিল। কিন্তু সে নেশাগ্রস্ত হওয়ায় এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় আজাদ আমার ভাগ্নিকে বিরক্ত করে আসছিল। আজকে সেই আজাদই আমার ভাগ্নিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এসআই নোমান সিদ্দিকী বলেন,‘নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন ওই পোশাকশ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ Share this:FacebookX Related posts: বকশিবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১ অন্যের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে পরিচ্ছন্নকর্মী নিহত ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত জ নিয়ে কটুক্তি: পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা তথ্য মন্ত্রণালয় গুজব প্রতিরোধে কাজ করছে: তথ্য সচিব গোপালগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করোনা : যাত্রীর ভিড় নেই বাস কাউন্টারে করোনা : নাগরপুরে থানায় হাত মুখ ধুয়ে প্রবেশ আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় নাগরপুরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ মুরগীবাহী পিকআপ ভ্যানসহ দুই ছিনতাইকারী আটক SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ছুরিকাঘাতেনারী পোশাকরাস্তায়শ্রমিককে হত্যা