অন্যের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে পরিচ্ছন্নকর্মী নিহত

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে পরিচ্ছন্নকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বেসরকারি হাসপাতালের এক দারোয়ান। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলিমুল মোল্লা (৩২) পৌরসভার ২ নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামের সেলিম মোল্লার ছেলে।

তিনি মির্জাপুর পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী ছিলেন বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. সুমন হক।

ঘাতক সাব্বির (৩৫) উপজেলার বাইমহাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই হাসপাতালের দারোয়ান।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পৌর সদরের যমুনা হাসপাতালের দক্ষিণ পাশে ময়মনসিংহ জেলার এক দম্পতি পাকা রাস্তার উপর ঝগড়া করছিলো। দূর থেকে দেখতে পেয়ে আলিমুলসহ বেশ কিছু লোক তাদের ঝগড়া থামাতে যায়। এ সময় সাব্বির ঘটনাস্থল গেলে আলিমুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। হঠাৎ করে সাব্বির দৌঁড়ে গিয়ে চায়ের দোকান থেকে একটি ধারালো ছুরি নিয়ে আলিমুলের পেটে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আলিমুলকে গুরুতর অবস্থায় যমুনা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি না করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকায় তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা করছি।