করোনা : নাগরপুরে থানায় হাত মুখ ধুয়ে প্রবেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ অনলাইন ডেস্ক : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বীগ্ন দেশের মানুষ। আর মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ। থানার প্রবেশ মুখে বসানো হয়েছে হাত ও মুখ ধোয়ার বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ড ওয়াশ, পাশে দেয়ালে টানানো হয়েছে একটি নির্দেশিকা। দেওয়া আছে, হাত ও মুখ ধোয়ার নিয়মাবলি। থানায় আসা ব্যক্তিদের হাত ও মুখ ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। গত বুধবার থেকে শুরু করা হয়েছে এ কার্যক্রম। সলিমবাদ থেকে থানায় সেবা নিতে আসা মো. সাইফুল ইসলাম পুলিশের এ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আসলে মরণঘাতী এ ভাইরাসের হাঁত থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন হতে হবে ও সকল নিয়ম মেনে চলতে হবে। ওসি আলম চাঁদ জানান, প্রতিদিনই নানা অভিযোগ নিয়ে স্থানীয়রা থানায় আসেন। তাছাড়া থানায় কর্তব্যরত অফিসাররা দিনভর ডিউটি শেষে থানায় রিপোর্ট করতে আসেন। তাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন কার্যক্রম শুরু করেছি। আমরা আরও উদ্যোগ নিয়েছি সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবো। আর এ জন্য আমরা আগামী দুই এক দিনের মধ্যে নির্দিষ্ট পয়েন্টগুলোতে সাবান, হ্যান্ড ওয়াশ,পানি,পানির ড্রাম ও সচেতনতামূলক ব্যানার সরবরাহ করবো। Share this:FacebookX Related posts: নাগরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করোনা আতংকে মাদারীপুরবাসী নাগরপুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান করোনা প্রতিরোধে গোপালগঞ্জে জীবানুনাশক স্প্রে নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়েরও মৃত্যু নাগরপুরে ইউএনও’র তহবিলে ৫০ হাজার টাকা অনুদান নাগরপুরে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষকরা নাগরপুরে কর্মহীন অটোরিকশা শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ নাগরপুরে নতুন করে ডাক্তার সহ ৫ জন করোনায় আক্রান্ত নাগরপুরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান নাগরপুরে বন্যা পরিস্থিতির অবনতি নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: করোনাথানায় হাত মুখ ধুয়েনাগরপুরেপ্রবেশ