করোনা : নাগরপুরে থানায় হাত মুখ ধুয়ে প্রবেশ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

অনলাইন ডেস্ক : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বীগ্ন দেশের মানুষ। আর মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ।

থানার প্রবেশ মুখে বসানো হয়েছে হাত ও মুখ ধোয়ার বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ড ওয়াশ, পাশে দেয়ালে টানানো হয়েছে একটি নির্দেশিকা। দেওয়া আছে, হাত ও মুখ ধোয়ার নিয়মাবলি। থানায় আসা ব্যক্তিদের হাত ও মুখ ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

গত বুধবার থেকে শুরু করা হয়েছে এ কার্যক্রম। সলিমবাদ থেকে থানায় সেবা নিতে আসা মো. সাইফুল ইসলাম পুলিশের এ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আসলে মরণঘাতী এ ভাইরাসের হাঁত থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন হতে হবে ও সকল নিয়ম মেনে চলতে হবে।

ওসি আলম চাঁদ জানান, প্রতিদিনই নানা অভিযোগ নিয়ে স্থানীয়রা থানায় আসেন। তাছাড়া থানায় কর্তব্যরত অফিসাররা দিনভর ডিউটি শেষে থানায় রিপোর্ট করতে আসেন। তাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন কার্যক্রম শুরু করেছি।

আমরা আরও উদ্যোগ নিয়েছি সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবো। আর এ জন্য আমরা আগামী দুই এক দিনের মধ্যে নির্দিষ্ট পয়েন্টগুলোতে সাবান, হ্যান্ড ওয়াশ,পানি,পানির ড্রাম ও সচেতনতামূলক ব্যানার সরবরাহ করবো।