মুরগীবাহী পিকআপ ভ্যানসহ দুই ছিনতাইকারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপুরদী ক্যানটাকি ফ্যাক্টুরির সামনে থেকে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যানে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহলদল তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁও মামলা দায়ের করেছেন ছিনতাইকারীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার ক্যানটাকি ফ্যাক্টুরির সামনে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৮- ৬৬৮৩) বিকল হয়ে পড়ে। বিকল গাড়িটি মেরামত করার সময় বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মুজিবুর রহমানের ছেলে ছিনতাইকারী হৃদয় আহম্মেদ (২৫) ও লক্ষীপুর জেলার রামগাই থানার সোনাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০) বিকল গাড়ীতে থাকা মুরগী ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে মুরগী বিক্রির ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যেতে থাকে। এসময় ওই ম্যানেজার চিৎকার দিলে কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) মো. হাবিবুর রহমান ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ হয়ে ছিনতাইকারী একটি চক্র বিভিন্ন যানবাহনে ছিনতাইকারী করে আসছে। পুলিশ বিভিন্ন সময়ে তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার দুই ছিনতাইকারী আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুই ছিনতাইকারীকে হাইওয়ে পুলিশ মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারী চক্রটি গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। Share this:FacebookX Related posts: রায়পুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু আজ থেকে ঢাকার রাস্তায় কড়াকড়ি মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত সড়ক-মহাসড়কে চাঁঁদাবাজি, গ্রেফতার ১০৯ ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি পুলিশ পরিচয়ে ছিনতাই, লাখ টাকাসহ আটক ৬ কালিয়াকৈর থানার নতুন অফিসার ইনচার্জ সানোয়ার জাহান মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করোনামুক্ত হয়ে বাসায় গেলেন এমপি মোকাব্বির গাজীপুরে আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দুই ছিনতাইকারী আটকপিকআপ ভ্যানসহমুরগীবাহী