বিপুল পরিমান মাদকসহ মহিলা আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমান মাদক, নগদ অর্থ ও একটি মোটর সাইকেলসহ রওশন আরা বেগম (৬০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার গ্রাম অভিযিন চালিয়ে তাকে আটক করা হয়। আটক রওশন আরা ওই গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোঁপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের নেতৃত্বে উপ- পরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারীর অন্য সদস্যরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে রওশন আরার বাড়িতে তল্লাসী চালিয়ে ১২০ বোতল ফেন্ডিল ও ফেন্সিগ্রিপ ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকে আইনে মামলা হয়েছে।