হিলিতে অতিরিক্ত গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কয়েক দিনের অতিরিক্ত গরমে দিনাজপুরের হিলিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়াও পেট ব্যাথা, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, প্রতিদিন গড়ে ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও বহিঃবিভাগে পেট ব্যাথা, সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে গড়ে ১৫০ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

অতিরিক্ত গরম ও ইফতারিতে ভাজাপোড়া খাওয়ার কারণেই অসুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মহিলা ওয়ার্ডে ভর্তি আরজিনা বেগম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন ধরে ভর্তি আছি। চিকিৎসক স্যালাইন দিয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছি।

আনোয়ারা খাতুন বলেন, একদিন আগে চার বছর বয়সী ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, গত কয়েকদিন থেকে প্রচন্ড রোদ, গরম সেই সঙ্গে ইফতারিতে বাইরের খাবার খাওয়ার জন্যই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে। রোগীকে চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা পোড়া না খাওয়া, হাত ভালো ভাবে পরিস্কার করা ও প্রচুর পানি পানের পরামর্শ দেওয়া হচ্ছে।