পুড়িয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জে শামীম নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অপর তিন আসামি অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করা হয়।

বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার যশোদল আমাটি শিবপুর গ্রামে নিহত শামীমকে গায়ে পেট্রোল ঢেলে আসামিরা আগুন ধরিয়ে দেয়। পরে শামীম বাঁচার জন্য লাফ দিয়ে পুকুরে পড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে নিহতের চাচা মানিক মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। আট জনের সাক্ষ্য জেরা শেষে আসামি শফিকুল ইসলাম (৩১) কে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তাছাড়াও তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহত ব্যক্তির বৈধ উত্তরাধিকাররা পাবেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি জীবন কুমার রায়।

আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এ বি এম লুৎফর রাশিদ রানা।