চাটখিলে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিলে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ৩ নং পরকোট, ৪ নং বদলকোট ও ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ২৭টি স্থানে দিনব্যাপী এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৪ নং বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ২০০ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি তুলে দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য এবং রেল ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহিম।

ঈদ উপহার বিতরণকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সব সময় আওয়ামী লীগ নেতারাই জনগণের সঙ্গে ছিল। যারা জনগণের খোঁজখবর রাখে তাদের প্রতিক নৌকা। আপনারা নৌকায় ভোট দেবেন।’

এইচ এম ইব্রাহিম বলেন, ‘চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় অসহায় জনগণের মাঝে আমি ব্যক্তিগত ভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ৫০ হাজার জনগণের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

এ সময় চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুল হুদা শাকিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসীমউদ্দীন বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।