চাটখিলে দুর্নীতি প্রতিরোধ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলার পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মফিজুর উল্লাহ। পরিচিতি সভায় বক্তাগণ দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৬ জুলাই ২০২০ তারিখে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় হতে আগামী তিন বছরের জন্য পুনর্গঠিত চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন লাভ করে।