কাউখালীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় রিক্সা চালকের কারাদন্ড

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো.জাকির হোসেন (৪৫) নামের এক অটোরিকশা চালককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জাকির একই উপজেলার দাশেরকাঠী গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে।

জানা গেছে, কাউখালী মানিক মিঞা কিন্ডারগাটেনের ৩য় শ্রেনীর ছাত্রী স্কুলে যাবার পথে প্রতিদিনই রিকশা চালক জাকির উত্ত্যক্ত করত। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ রোডস্থ বাসা থেকে ছাত্রী বের হলে ওই রিকশা চালক তাকে উত্ত্যক্ত করলে মেযেটির চিৎকারে স্থানীয়রা রিকশা চালককে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার নিকট আটককৃত জাকির দোষ স্বীকার করলে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।