মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার(০৭ এপ্রিল) সন্ধ্যায় দিকে পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন, মোশাররফ হোসেনের ছেলে শাহাজউদদীন (২৭), রফিক হাওলাদারের ছেলে জাবেদ হাওলাদার (২২), আলমগির হাওলাদের ছেলে মাহবুব (৩৫), কাজী শিপনের ছেলে সিফাত (৩০), আকতার খানের ছেলে রিয়াদ খান(২৮), জাহাঙ্গীর খানের ছেলে রনি খান (২৩), রহিম হোসেনের ছেলে বকুল (৫০) হাবিবুর রহমানের স্ত্রী সালেহা (৫০), ফিরোজ বেপারীর মেয়ে নাদিয়া (১৮), আখতার খানের স্ত্রী রেবা খানসহ (৫০) অন্তত ১৫জনের মতো আহত হয়েছে। ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, থানতলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পাশে বসে মাদক খাচ্ছিলো কিছু বখাটে ছেলেরা। পরে সালেহা বেগম নামের এক মহিলা তাদেরকে রোজার দিনে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। সেখান থেকে চলে গিয়ে বেশ কিছুক্ষণ পরে দেশিয় অস্ত্র এবং লাঠি নিয়ে হামলা করে ওই বাড়িতে। এখানে ২০-৩০ জন যুবক অতর্কিত তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অনেকের শরীরে গুরুতর জখম দেখা যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা জানান, মাদক সেবনে বাধা দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এদের বিচার চাই। মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বজলুর রহমান বলেন, সন্ধ্যার দিকে থেকে ১০ জন রোগী তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে ভর্তি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত ওই ব্যক্তির সঙ্গে কথা বলে এসেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে একই পরিবারের নারীসহ ৮ জনকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট ছেলেকে না পেয়ে বাবার হাত কেটে দিল দুর্বৃত্তরা কিশোরগঞ্জে ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে ফেন্সিডিল ও গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী আটক মানিকগঞ্জে নিখোঁজের ৩ মাস পর সাভার থেকে নারী উদ্ধার গাজীপুরে করোনা পরিস্থিতি: নতুন আক্রান্ত ১২৯ র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার পলাতক আসামি নিহত কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রীর ত্রাণ বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ শ্রীপুর পৌরসভায় ৪র্থ বারেও মেয়র আনিছুর রহমান সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজি, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১৫ জনকেকুপিয়ে জখমনারীসহবাধা দেওয়ায়মাদক সেবনে