কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার বন্যা দূর্গত আশ্রয়কেন্দ্র কালিয়াকৈর ফাজিল মাদ্রাসা ও লতিফপুর জোরা ব্রিজ এলাকায় আশ্রিত বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন, ১৫ দিন যাবত দেশ পানির নীচে তলিয়ে আছে, আপনারা তার ভূক্তভোগী । যারা বন্যায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিপুল পরিমান পানি বিশুদ্ধকরন টেবলেট দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। যাতে তারা বিশুদ্ধ পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয় গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, জনসাস্থ প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সামসুল হক ভুইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহমেদ রেজা আল মামুন, উপজেলা গণ স্বাস্থ্য প্রকৌশলী নাসরিন আরা পুষন প্রমূখ।