বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরীম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তাকরীম।আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী সালেহ আহমাদ তাকরীম। বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের তাকরীম। দ্বিতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। পবিত্র রমজানে এই প্রতিযোগিতা শুরু হয়। সারা বিশ্বের কৃতী হাফেজরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন। গতবছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম। সেই ধারাবাহিকতায় এবার তার চেয়েও বড় কৃতিত্ব অর্জন করলেন তিনি। ২০২০ সালে প্রথমে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাফেজ তাকরীম। সেই প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন।এরপর পর্যায়ক্রমে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরব বয়ে আনেন। হাফেজ সালেহ আহমাদ তাকরীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার বাবাও একজন কোরআনের হাফেজ। নাম আবদুর রহমান। একটি মাদরাসায় শিক্ষকতা করেন তিনি। তাকরীমের মা একজন গৃহিণী। Share this:FacebookX Related posts: চীনাদের জন্য বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ বাংলাদেশের ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার জোবায়েদ পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে ১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ মোদির সফর: বাংলাদেশের উদ্বেগকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত? বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাসে হাইড্রেটের সন্ধান ‘বিশ্ব কঠিন সময় পার করছে’ বাংলাদেশের মানবাধিকার নিয়ে যা বলল জাতিসংঘ SHARES Matched Content জাতীয় বিষয়: কোরআন প্রতিযোগিতায়তাকরীমপ্রথমবাংলাদেশেরবিশ্ব