বাংলাদেশের ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ৷ সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷ এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা৷ বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক৷ বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি৷ এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি’আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷” বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে৷ তবে শেঙ্গেনের বাইরে থেকে আগতদের জন্য কঠিন নিয়ম আরোপের বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি৷ এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ৷ লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি৷ সূত্র: ডয়েচেভেলে। Share this:FacebookX Related posts: চীনাদের জন্য বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ করল ইতালি বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী মহামারীকালেও বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ তৈরি ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ চলতি মাসেই ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাংলাদেশের তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে বাংলাদেশের ভ্যাকসিন নিতে আগ্রহী নেপাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার জোবায়েদ কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত SHARES Matched Content জাতীয় বিষয়: ফ্লাইটকেবাংলাদেশেরবোমার সঙ্গে তুলনাভাইরাসবাহী