‘বিশ্ব কঠিন সময় পার করছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ মহামারি সংঘাত, খাদ্য ও জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে। বুধবার (২৭ জুলাই) ডি-৮ মন্ত্রীদের ২০তম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, যুদ্ধের প্রভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে সবচেয়ে বেশি ধকল সইতে হচ্ছে। প্রয়োজনীয় জিনিসের দাম বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সাহসিকতার সঙ্গে এই মানবিক সংকট মোকাবিলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী বলেন, আসুন সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে এক সঙ্গে কাজ করি। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে সারাবিশ্ব যখন গভীর সংকটে তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন বিপদের দিকে ঠেলে দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যহত হচ্ছে। এ অবস্থায় সারাবিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। Share this:FacebookX Related posts: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ বিশ্ব মান দিবস বুধবার অ্যান্টিবায়োটিক বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা হবে কি-না সিদ্ধান্ত জানুয়ারির পর পুলিশের জন্য হবে মেডিকেল ইউনিট পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী বাংলাদেশসহ ১১ দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক দেশে করোনায় নতুন মৃত্যু ২২, শনাক্ত ১৫৪১ ডিএনসিসি’র চিরুনি অভিযানে ৭০টি স্থাপনায় এডিসের লার্ভা পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইন পাস সংসদে সবার জন্য করোনার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: কঠিন সময়পার করছে’বিশ্ব