হালুয়াঘাটে ডাকাত দলের পাঁচ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ এম,এ মালেক,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ । ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞার নির্দেশনা ও হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খানের সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত শেখ জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে এসআই সাইদুজ্জামান, এএসআই সঞ্জয় ও এএসআই আনিস এর বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের পাঁচ সদস্য কে আটক সহ নগদ ৫,৫৩,৫০০ টাকা উদ্ধার করা হয় । আটক কৃতরা হলেন, নাগলা বাজারের গাতি গ্রামের মোঃ আব্দুস সোবাহানের ছেলে,মোঃ ইলিয়াছ (২৭),পিতা মৃত ইউসুব আলীর ছেলে, মোঃ রফিকুল ইসলাম (২৬), শাকুয়াই ইউনিয়নের কাউছিয়া গ্রামের মোঃ হাবিবুল্লার ছেলে মোঃ ফাহিম (২০),চরপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে,মোঃ রিপন মিয়া (২৫), বালিযোগী গ্রামের ইউনুছ আলী খানের ছেলে,মোঃ আরাফাত হোসেন আকাশ (২৪) ।এর মধ্যে বিঞ্জ আদালতে ফৌ:কা:বি: রিপন ও আরাফাত হোসেন আকাশ ১৬৪ ধারায় জবানবন্দি প্রধান করেন । গতকাল (২৯মার্চ) বুধবার বিকেলে জেলা পুলিশ সম্মেলন কক্ষে এক বিফ্রিংয়ে এই তথ্য জানান, পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞা। বিফ্রিংয়ে জানান, গত(২৭মার্চ) সোমবার নাগলা বাজারের হাজী মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ মোস্তফা কামালের ব্যাবসা প্রতিষ্ঠানের দোকানে সহযোগী হিসেবে কাজ করা বাদির আপন জেঠাতো ভাই মিজবাহুল হক, ব্যাবসা প্রতিষ্ঠানের ১২লক্ষ টাকা ব্যাগে নিয়ে স্থানীয় ধারা বাজারে রুপালী ব্যাংকে জমা দিতে যাত্রীবাহী মাহেন্দ্রযোগে যাচ্ছিল । এ সময় ৬/৭ জনের দেশীয় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা গড়পাড়া নামক স্থানে অস্ত্রের মুখে মাহেন্দ্রটি জিম্মি করে এবং মিজবাহুল হকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । এতে মিজবাহুল হক বাধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা । এ ঘটনায় গত (২৮মার্চ) মঙ্গলবার ব্যবসায়ী মোস্তফা কামাল (৪০) হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন । এবং মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয় । এসময় বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, ফালগুণি নন্দি, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান , ইন্সপেক্টর তদন্ত শেখ জহিরুল ইসলাম মুন্না প্রমূখ্য । Share this:FacebookX Related posts: ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রের ০৭ জন সক্রিয় সদস্য আটক হালুয়াঘাটে সড়ক দুঘর্টনায় নিহত ১ আটক -২ হালুয়াঘাটে সংবাদ সম্মেলন করে সেচ্ছাসেবক দলের ১৮ নেতার পদত্যাগ হালুয়াঘাটে প্রতারক চক্রের দুই সদস্য আটক হালুয়াঘাটে ভারতীয় ৩০ বোতল মদসহ আটক -২ হালুয়াঘাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা হালুয়াঘাটে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ইয়াবাসহ আনসার সদস্য আটক হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, চালক আটক হালুয়াঘাটে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান রাত ৮ টার পড় বন্ধ ঘোষণা হালুয়াঘাটে ভর্তুকী মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন SHARES Matched Content সকল খবর বিষয়: আটকডাকাতদলেরপাঁচসদস্যহালুয়াঘাটে