হালুয়াঘাটে ভারতীয় ৩০ বোতল মদসহ আটক -২

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

এম,এ মালেক.হালুয়াঘাট ঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৩০ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

আটককৃতরা হল , হালুয়াঘাট উপজেলার পৌর শহরের পূর্ব কাচারী পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) ও আকনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জুবায়ের হোসেন ওরফে জনি (৩০)।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল খায়ের সক্ষীয় ফোর্স নিয়ে উপজেলার রঘুনাথপুর নামক স্থানে ব্রাক অফিসের সামনে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ দুই জনকে আটক করা হয় । এ সময় মাদক বহনকারী একটি মাহিন্দ্র জব্দ করা হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খাঁন জানান, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।