হালুয়াঘাটে সংবাদ সম্মেলন করে সেচ্ছাসেবক দলের ১৮ নেতার পদত্যাগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ এম,এ মালেক,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে ৪ জন যুগ্ম আহবায়ক সহ ১৮ জন নেতা পদত্যাগ করেছেন। শনিবার (৩০ জুলাই) দুপুরে আমতৈল ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মলেন করে পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা দল থেকে পদত্যাগ করেছেন। এ সময় লিখিত বক্তব্যে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, গত ২৪ জুলাই ৩৭ সদস্য বিশিষ্ট আমতৈল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুহুল আমিন ও সদস্য সচিব মো. আলিমুল ইসলাম। সম্মেলন করে কমিটি করার কথা বললেও তারা ঘরে বসে ফটো সেশনের মাধ্যমে কমিটি বানিজ্যের মাধ্যমে একতরফা ভাবে কমিটি ঘোষণা করেন। শুধু তাই নয়, যারা বিগত দিনে আওয়ামীলীগের পক্ষে মিছিল মিটিং করে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে তাদের অনেকেই এই কমিটিতে স্থান পেয়েছেন। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। দলের ক্লান্তিলগ্নে তাদের এই হীনমন্ন্যতায় আমরা সংকিত, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। তাই আমরা ৪ যুগ্ম আহবায়ক ও ১৪ জন সদস্য পদত্যাগ করলাম। আমরা আশাকরবো এই কমিটি ভেঙে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, নিশাত আকন্দ, সদস্য মো. রতন আলী, আনোয়ার হোসেন, ইব্রাহিম ইসলাম, এনামুল হক, জুয়েল মিয়া প্রমূখ। ক্যাপশনঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির। Share this:FacebookX Related posts: মিথ্যা মামলা ও প্রতারক মৌসুমী পারভিন ময়নার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন গৌরীপুরে বিদ্রোহী প্রার্থীকে আ’লীগের মনোনয়ন দেয়ায় প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন হালুয়াঘাটে কর্মহীন অসহায় দুস্থ ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হালুয়াঘাটে কর্মহীন মানুষদের নগদ টাকা বিতরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান হালুয়াঘাটে অভাবী মানুষের পাশে দাঁড়াতে পাড়া-মহল্লায় ছুটে চলছেন ইউপি চেয়ারম্যান হালুয়াঘাটে চোরাই ২টি গরুসহ দুই গরু চোর আটক হালুয়াঘাটে কুকুরের ডাকে উদ্বার হল অজ্ঞাত নবজাতক হালুয়াঘাটে পরিবারের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন হালুয়াঘাটে জামাতার বাড়ি থেকে শ্বশুরের জবাই করা লাশ উদ্বার SHARES Matched Content সকল খবর বিষয়: ১৮করে সেচ্ছাসেবকদলেরনেতারপদত্যাগসংবাদসম্মেলনহালুয়াঘাটে