হালুয়াঘাটে সড়ক দুঘর্টনায় নিহত ১ আটক -২

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

এম.এ মালেক,হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জিদ ভাট(১২) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারী) বিকালে পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় কয়লা ভর্তি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জিদ ভাট নিহত হয়। নিহত জিদ ভাট ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা ।
এসময় স্থনীয় জনতা ধাওয়া করে ট্যাক ও ট্রাকের চালক সহ দু জন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানাযায়,নিহত জিদ ভাট উপজেলার উওর খয়রাকুড়ি গ্রামে ভগ্নিপতি নিতাই ভাট এর বাসায় থেকে মটরসাইকেল মেকানিকেল কাজে কর্মরত ছিল।
দুঘর্টনার খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান বলেন,ঘাতক ট্রাক ও চালক সহ দু জন কে আটক করা হয়েছে,নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।