হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্ধ প্রদান করা হয়েছে। পৌরসভার মেয়র পদে ৩ জন ,সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ জন সর্বমোট ৩১ জন প্রার্থী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জন কেনেথ রিছিল । হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। জানা যায়, ২০১৪ সনের ৩ সেপ্টেম্বর তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার উদ্ভোধন করেন। পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৮শত ৭ জন পুরুষ ও ৯ হাজার ১শত ৪৭জন নারী ভোটার রয়েছে। হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে সর্বমোট ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল জানান, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র,সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ,৯টি ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থীসহ সর্বমোট ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ করেছেন। আগামী ১৬ মার্চ সকাল ৮.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত হালুয়াঘাট পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: শেরপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু ময়মনসিংহের কালা মানিকের দাম ২০ লাখ টাকা গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল ভালুকায় মহাসড়কে ময়লার স্তুপের পাশে বাসচাপায় নিহত ১ হালুয়াঘাটে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে পথসভা হালুয়াঘাটে প্রয়াত সাংবাদিক এম.এ হামিদ এর স্মরণে দোয়া-মাহফিল SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩ মেয়র প্রার্থীসহ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধহালুয়াঘাট পৌরসভা নির্বাচনে