হজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি আরব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : গত বছরের তুলনায় এ বছর হজের খরচ ৩০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে গত তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এবার আর থাকছে না কোনো বাধা ও নিয়ম-কানুন। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ গত ১৫ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন। ইকোনোমিক হজ প্যাকেজের প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে। এদিকে গত সপ্তাহে হজ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল। হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির (৭ রজব) মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ (৩ শাওয়াল) তারিখের মধ্যে। প্রত্যেক কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজটি ‘নিশ্চিতকরণ’ করা হবে। না হলে এটি বাতিল করা হবে। প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। কিন্তু করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে কয়েক হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। আর গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন। সূত্র: গালফ নিউজ। Share this:FacebookX Related posts: লকডাউন শিথিল করছে সৌদি আরব চীনে ভাইরাসের উৎপত্তিকেন্দ্রে ৪৫০ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হাসপাতালে ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু আমিরাত-বাহরাইন-ইসরায়েল চুক্তি ‘মধ্যপ্রাচ্যের নতুন ভোর’ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল মালয়েশিয়ায় বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রদূত ও পুলিশের উপপ্রধানের বৈঠক মোরিয়া শিবিরের অভিবাসীদের সরিয়ে নিচ্ছে গ্রিস আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো সৌদি প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় মেয়েকে গুলি করে হত্যা প্রথম ভ্যাকসিনের বৈধতা দিলো ডব্লিউএইচও মিয়ানমারের বিক্ষোভে এবার শামিল সংখ্যালঘুরাও SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৩০ শতাংশ কমালোসৌদি-আরবহজের খরচ