মানি এক্সচেঞ্জে সিআইডির বিশেষ অভিযান

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : ঢাকার পাঁচটি এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে ১৩ জনকে আটক এবং বেশ কিছু ডলার ও টাকা উদ্ধার করেছে।

অবৈধভাবে ডলার বেচাকেনার কার্যক্রম চলছে- এমন তথ্যের সূত্র ধরে মঙ্গলবার রাজধানীর গুলশান ১ নম্বর, উত্তরার দুই জায়গা, আশকোনা ও মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

আজাদ রহমান জানান, তাদের ‘ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট’ রাজধানীর পাঁচটি এলাকার মানি এক্সচেঞ্জে বিকাল থেকে অভিযান শুরু করে। রাতে তিনি বলেন, ‘‘বিকাল থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হতে বেশ সময় লাগবে। বুধবার আমরা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবো।”

তিনি জানান, এসব মানি এক্সচেঞ্জ অবৈধভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল বলে সিআইডির কাছে অভিযোগ রয়েছে।

সরবরাহ সংকটে খোলা বাজারে এবার ডলারের দর ১০০ টাকার ওপরে উঠে গেলে এবং দিনের পর দিন টানা দর চড়তে থাকার পেছনে মানি এক্সচেঞ্জগুলোর কারসাজির অভিযোগ ওঠে।

বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে নেমে মানি চেঞ্জারগুলোতে অনিয়মও খুঁজে পায়। তিন এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত ও ১১টির বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।

২০২২ সালের মাঝামাঝিতে ডলার নিয়ে অস্থিরতার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছিল অনুমোদিত ২৩৫টির বাইরে আরও ৭০০টির মত মানি চেঞ্জার প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে।

ওই সময় সিইআইডি মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযানে নামার কথাও জানিয়েছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার খোলা বাজারে স্থিতীশিলতা ফিরিয়ে আনা ও হুন্ডি বন্ধে মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠকের পর সিআইডির অভিযানের বিষয়টি জানানো হয়। সূত্র: ডয়েচে ভেলে।