প্রশংসায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ অনলাইন ডেস্ক ; করোনা সংক্রমণের পর গত মার্চ থেকেই বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। এইতো দিন কয়েক আগে মাঠে ফিরছে ব্যাট-বলের লড়াই। যেখানে প্রথম টেস্টেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। রোববার শেষদিনে নাটকীয়তা শেষে হাসি মুখ জেসন হোল্ডারদের। এই সাফল্যের পর এখন প্রশংসায় ভাসছে উইন্ডিজের ক্রিকেটাররা। ক্যারিবীয় বন্দনায় আছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষন, ড্যানি মরিসন আর মাইকেল ভনের মতো ক্রিকেটাররা। ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের পর সাবেক তারকা ক্রিকেটাররা টুইটারে মাতলেন প্রশংসায়। শ্রীলঙ্কান লিজেন্ড যিনি এখন এমসিসির প্রেসিডেন্ট সেই কুমার সাঙ্গাকারা বললেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! লড়াকু আর দৃঢ় মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দুজনই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।’ উইন্ডিজ ক্রিকেটের সোনালী যুগের ক্রিকেটার ভিভ রিচার্ডসও অনুজদের সাফল্যে খুশি। তিনি বলছিলেন, ‘করোনার বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি আমাদের হলো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় ওদের প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো।’ আরেক লিজেন্ড ব্রায়ান লারাও মুগ্ধ। তিনি বলছিলেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ জয়! জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন জানাই।’ এই জয়ের অবদান থাকল ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউডের। শেষ ইনিংসে রান তাড়ায় ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বকালের সফলতম ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের এনিয়ে টুইটারে বলছিলেন, ‘দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাল। রান তাড়ায় জার্মেইন ব্ল্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করিয়েছে। দারুণ জয়, সিরিজটি এখন জমে উঠল।’ সামনে থেকে নেতৃত্ব দিলেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এনিয়ে বলছিলেন, ‘দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমৎকার নেতৃত্বে দিলো জেসন হোল্ডার।’ ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষন জানাচ্ছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অনেক অভিনন্দন। জেসন হোল্ডারের নেতৃত্ব ছিল খুবই ভালো। চতুর্থ ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে ব্ল্যাকউড।’ বিরাট কোহলিও দেখলেন শেষ দিনের খেলা। টিভি পর্দায় উইন্ডিজের জয় দেখে লিখলেন, ‘ওয়াও ওয়েস্ট ইন্ডিজ… কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।’ ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তার দেশের হারে হতাশ। তবে টেস্ট ম্যাচটি আনন্দ দিয়েছে তাকে। বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটি সপ্তাহ। ওয়েস্ট ইন্ডিজ যে এই পরিস্থিতির মধ্যে এখানে এসে খেলছে, এটা অসাধারণ। তাদের এতটা ভালো খেলা ও জয়, এটা অবিশ্বাস্য! যদিও আমার মনে হয় না, ইংলিশ সমর্থকরাও খুব হতাশ হবেন।’ ধারাভাষ্যকার ও সাবেক নিউজিল্যান্ড পেসার ড্যানি মরিসনও মুগ্ধ। তার কথা, ‘জাদুকরি পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা ওয়েস্ট ইন্ডিজকে। দারুণ টেস্ট ম্যাচ জয়।’ Share this:FacebookX Related posts: দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী ইউক্রেনের কাছে অপ্রত্যাশিত হার স্পেনের এবার টস জিতলেন মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে পাঠালেন শান্তদের ফাইনালেও ভালো কিছুর আশা শান্তর বায়ার্নের ১৩ মিনিটের ঝলক তৃতীয় ফাইনালের খোঁজে হায়দরাবাদ, প্রথমের অপেক্ষায় দিল্লি সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ SHARES Matched Content খেলাধুলা বিষয়: ওয়েস্ট ইন্ডিজ’প্রশংসায় ভাসছে