শ্রীলংকায় যাবে না বাংলাদেশ: পাপন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ ক্রীড়া প্রতিবেদক প্রাণঘাতী করোনারভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। মাঠে ক্রিকেট ফিরলেও এখনো ফিরতে পারেনি টাইগাররা। তবে শ্রীলংকায় টেস্ট চ্যাম্পয়নশিপ দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেটিও মনে হয় আর হচ্ছে না। কারণ করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শ্রীলংকায় টেস্ট চ্যাম্পয়নশিপ খেলা সম্ভব নয় বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি সাংবাদিকদের এমনটাই বলেন। পাপন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, শ্রীলংকা বোর্ডের এইরকম শর্ত মেনে আমরা সেখানে সিরিজ খেলতে যেতে পারবো না। আমরা তাদের কাছে এরই মধ্যে চিঠি পাঠিয়েছি। এতে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে, এমন শর্ত মেনে আমরা সিরিজ খেলতে যেতে পারবো না। দেখা যাক চিঠির উত্তরে তারা কী জানায়। তিনি আরো বলেন, সেখানে আমাদের দুইটি টিম (জাতীয় দল ও এইচপি দল) নিয়ে যেতে হবে। মেডিকেল টিম আছে, সিকিউরিটি টিম আছে। ৬০-৭০ জনের একটা টিম নিয়ে তো সেখানে তাদের শর্ত মেনে সিরিজ খেলতে যাওয়া সম্ভব না। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুবিত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলংকার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি শ্রীলংকা ক্রিকেট বোর্ড। এদিকে জাতীয় দলের প্রস্তুতির জন্য একই সময়ে এইচপি দলের সফরও নির্ধারণ করেছিল বিসিবি। তবে শ্রীলংকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত নীতিমালার কারণে এইচপি দলের সফর নিয়ে শঙ্কা আগেই বেড়েছে। জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটার সহ বেশ বড় সংখ্যার একটা দল একসঙ্গে শ্রীলংকা সফরে যাওয়ার কথা। সেটা নিয়েই লংকান স্বাস্থ্য মন্ত্রণালয় আপত্তি তুলেছে। তার ওপর ১৪ দিনের কোরারেন্টিন ও অনুশীলন নিয়ে বেঁকে বসেছে লংকান স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কারণেই অনিশ্চিত হয়ে যায় এইচপি দলের সফর। বিসিবি সভাপতি দেশের মাঠে খেলা ফেরানোর বিষয়ে বলেন, আমরা দেশের মধ্যে ক্রিকেট চালু করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেটা হতে পারে ডিপিএল বা অন্য কিছু। তবে, ক্রিকেটে ফেরাবো। যেহেতু কোচ-রাও এসে গেছেন। খেলোয়াড়রাও অনেক দিন খেলার বাইরে। কোনো প্রক্রিয়ায় ক্রিকেট ফেরাব সেটা পরে জানাবো। Share this:FacebookX Related posts: শ্রীলঙ্কা সফরে সাকিবকে চান পাপন ‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে আমার প্রথম লক্ষ্য’ জার্মানির বর্ষসেরা ফুটবলার লেভানদভস্কি ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা মহিলা ফুটবলারের মাথায় টিয়ার বিশ্রাম, বিরক্ত না করতে বন্ধ প্র্যাকটিস আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ বার্সেলোনার বিপক্ষে উদযাপন করবেন না সুয়ারেজ ইউক্রেনের কাছে অপ্রত্যাশিত হার স্পেনের সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত SHARES Matched Content খেলাধুলা বিষয়: খেলাধুলানা বাংলাদেশ:পাপনশ্রীলংকায় যাবে