১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে ৮০০ কোটি জনসংখ্যা হতে আর বেশি বাকি নেই। আগামী ১৫ নভেম্বর এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে গ্রহটি। জাতিসংঘের ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়েছে। ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট-২০২২ অনুযায়ী, ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য প্রত্যাশিত গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে আসার প্রশংসা করেছেন তিনি। কানেম বলেন, ‘যদিও আমি বুঝতে পারছি, মুহূর্তটি সবাই উদ্যাপন না–ও করতে পারে। আমাদের বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা বলে কেউ কেউ উদ্বিগ্ন। আমি এখানে বলতে চাই, মানবজীবনের নিছক এই সংখ্যা কোনো ভয়ের কারণ নয়।’ আমাদের সংখ্যা কি এতই বেশি, যা পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, ‘এটা ভুল প্রশ্ন। অতিরিক্ত জনসংখ্যাভীতির চেয়ে আমাদের মধ্যকার সবচেয়ে ধনীদের এই গ্রহের সম্পদের অতিমাত্রায় ভোগের দিকে আমাদের নজর দেওয়া উচিত।’ রকফেলার ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব পপুলেশনসের জোয়েল কোহেন এএফপিকে বলেন, ‘কাদের জন্য অনেক বেশি, কিসের জন্য অনেক বেশি? আপনি যদি আমাকে এ প্রশ্ন করেন, আমি কি (সংখ্যায়) অনেক বেশি হয়ে গেলাম? আমি তেমনটা মনে করি না।’ জোয়েল কোহেন বলেন, ‘পৃথিবী কত মানুষের ভার নিতে পারে, এমন প্রশ্নের দুটি দিক থাকে—প্রাকৃতিক সীমাবদ্ধতা ও আমাদের পছন্দসমূহ।’ আমাদের পছন্দের পরিণতি হলো—এই গ্রহ প্রতিবছর যে পরিমাণ পুনরুৎপাদন করতে পারে, এর চেয়ে মানবজাতির অনেক বেশি জৈবিক সম্পদ ভোগ যেমন বন, ভূমি। উদাহরণস্বরূপ বলা যায়, জীবাশ্ম জ্বালানির অত্যধিক ব্যবহার আরও বেশি কার্বন ডাই–অক্সাইড নির্গমনের দিকে ঠেলে দিচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। Share this:FacebookX Related posts: করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা ১০ কোটি নয়, ম্যাক্সওয়েলের দাম ১-২ কোটি হওয়া উচিত : শেবাগ ১৫ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ‘চিন্তাভাবনা’ সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প আরো দুটো স্টেন্ট বসানো হবে গাঙ্গুলীর ধমনীতে গেইল তাণ্ডবের পরও ১৬৪ রানে আটকা চট্টগ্রাম পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ লজ্জার রেকর্ডের সঙ্গে দুঃসংবাদও পেলো ভারত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেমিতে বার্সা বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৫৩ লাখ ছাড়াল নিজের দেশের মাঠকে খারাপ বলে শাস্তির মুখে ব্রাজিল কোচ নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ SHARES Matched Content খেলাধুলা বিষয়: ১৫৮০০কোটিজনসংখ্যানভেম্বরবিশ্বেরহবে’