সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ স্পোর্টস ডেস্ক :করোনার কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। প্রায় এক মাস বিরতির পর আবারও একসঙ্গে জড়ো হচ্ছেন জুনিয়র টাইগাররা। এবার সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে-দুই সপ্তাহের ক্যাম্প শুরু হবে আগামী ২২ নভেম্বর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সিলেট যাওয়ার আগে ১৯ নভেম্বর বিকেলে মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্ট করবেন ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ক্রিকেটার। ২১ নভেম্বর হবে তাদের করোনা পরীক্ষা। তার পরদিন সকালে সড়কপথে সিলেটে রওয়ানা দেবেন তারা, উঠবেন ফরচুন গার্ডেনে। সিলেটে বায়ো-সিকিউর বাবলের মধ্যে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ২৩ এবং ২৪ নভেম্বর দুদিন স্কিল ট্রেনিং করে ২৫ এবং ২৭ নভেম্বর দুটি ৫০ ওভারের ম্যাচ খেলবেন তারা। এরপর ২৯ নভেম্বর ফের স্কিল ট্রেনিং। ৩০ নভেম্বর, ২ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর আরও তিনটি ওয়ানডে খেলে ৫ ডিসেম্বর সড়কপথেই ঢাকায় ফিরে আসবে যুবারা। সিলেটে অনুষ্ঠিতব্য স্কিল ক্যাম্পের অনূর্ধ্ব-১৯ দল ওপেনার: ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল ও নাঈম আহমেদ। মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ ও তৌহিদুল ইসলাম ফেরদৌস। পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া। স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম ইপন ও সায়ান আহমেদ চৌধুরী। অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত। Share this:FacebookX Related posts: মেসির নামে বদলে যাবে বার্সেলোনার ন্যু ক্যাম্প আরো দুটো স্টেন্ট বসানো হবে গাঙ্গুলীর ধমনীতে ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? কেমন হবে নতুন বাবরি মসজিদ নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব ওয়াইড,দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার! দুর্গাপূজা উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশনা সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত ৩ কোটি বিশ লাখে কলকাতায় সাকিব SHARES Matched Content খেলাধুলা বিষয়: -সিলেটে১৯অনূর্ধ্ব-ক্যাম্পদলেরহবে’