নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।এদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।