‘বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য । বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ না থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়। যে কোনো সময় এমনটি ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। তিনি বলেন, গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার। ‘২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল?— এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে এর জবাব চান। তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে? বিদ্যুৎ খাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদি অমানিশার আঁধার উপহার দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে। অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়নে থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই। সেতুমন্ত্রী বলেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। Share this:FacebookX Related posts: করোনা সংকট মোকাবিলায় বিএনপির প্যাকেজ প্রস্তাবনা জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের ছয় সিটিতে বিএনপির কর্মসূচি বিএনপির কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা: ওবায়দুল কাদের বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আইজিপির সাক্ষাত চেয়ে বিএনপির চিঠি বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক: কাদের কয়েকজন মিলে বললেই আইন বাতিল করতে হবে, তা কিন্তু নয়: তথ্যমন্ত্রী SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: বিএনপিরবিদ্যুৎবিহীন খাম্বার মতো’রাজনীতি