গাজীপুরে কলোনি পুড়ে ছাই, নিহত ৪

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের পৌর সভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় কলোনীতে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এক নারীসহ চারজন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, সোমবার সকাল ৫টা ৫৫মিনিটে কালিয়াকৈরের কালামপুর এলাকায় জাকির হোসেন,মোহাম্মদ আলী, জনি মিয়া ও লিটন মিয়ার নামের চার মালিকের কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, জাকির মিয়ার কলোনী থেকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।তাৎক্ষনিক পাশ্বর্তী অন্যান্য কলোনীতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে কলোনির চল্লিশটি কক্ষ পুড়ে যায়। আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন মহিলাসহ ৪জন মারা যায় । নিহতরা হলো মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন তাৎক্ষনিক ঘটনাস্থাল পরিদর্ন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্যযশহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছেন।