এন্ড্রু কিশোর অবস্থা আশংকাজনক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো, সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা ভালো নেই।
রোববার (৫ জুলাই) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এন্ড্রু কিশোর একটি পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, এন্ড্রু কিশোর বেঁচে আছেন, তবে তার অবস্থা আশংকাজনক। বর্তমানে তিনি তার বোনের ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি গ্রামের বাড়ি রাজশাহী চলে যান।

গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর।

এন্ড্রু কিশোরকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছে প্লেব্যাক করে। পেয়েছেন ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।