কোটালীপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা এবং সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থয়াণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

সেমিনারে জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।