পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ইউএনও মহিউদ্দিন আল হেলাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০২২ উপলক্ষে পটুয়াখালী জেলা বাছাই কমিটি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা, শ্রেষ্ঠ প্রধান ও সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়সহ মোট ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন। একইসঙ্গে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে উপজেলার উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে উপজেলা সদরের ১২ নং দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। জানা যায়, মহিউদ্দিন আল হেলাল চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ গ্রামের মৃত মো. বজলুর রহমান ও রওশন আরা বেগমের ছেলে। তার স্ত্রী ডা. জান্নাতুল নাঈম একটি বেসরকারি হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক। বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করেন তিনি। ডেইলি অবজারভারকে ইউএনও মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রাথমিক শিক্ষা পদক-২০২২ নিয়ে কেউ যেন ভুল না করে যে আমি মহৎ কিছু করে ফেলেছি। তবে আমি যোগদানের পর প্রাথমিক শিক্ষাসহ সামগ্রীক শিক্ষা খাতের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছি। যদিও অর্জন খুব বেশি নয়। দক্ষতা উন্নয়নের নিমিত্তে দশমিনা স্কিল ল্যাব চালু করা হয়েছে। গণিত উৎসব এবং শিশুদের প্রোগ্রামিং শেখানো, অন্যদের ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং কার্যক্রম পাইপলাইনে আছে। এ প্রাপ্তি শিক্ষা নিয়ে আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উৎসাহ যোগাবে। এ পদক মহৎ কিছু না হলেও আমি ব্যক্তিগত ভাবে খুশি। কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতার সন্তান হিসেবে নিজের নামটা প্রাথমিক শিক্ষার সঙ্গে দেখতে ভালো লাগছে। Share this:FacebookX Related posts: পটুয়াখালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে দুই জনের মৃত্যু আগৈলঝাড়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার ঝালকাঠিতে মাদক ব্যবসায়ী দম্পত্তি আটক ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত ৮০ বছরের বৃদ্ধার করোনা জয় সন্তানদের জন্য একটু মাথা গোঁজার ঠাঁই চান অভাগী হাসিনা অস্ত্র-গোলাবারুদসহ দুই জলদস্যু আটক বানারীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী সোহেল মোল্লা অস্ত্র-মাদকসহ গ্রেফতার ইয়াবাসহ আনসার সদস্য আটক তালতলীতে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালা ৯৯৯-এ ফোনকলে বন্ধ হলো বাল্যবিয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি SHARES Matched Content দেশের খবর বিষয়: জেলারপটুয়াখালীমহিউদ্দিন আল হেলালশ্রেষ্ঠ ইউএনও