বানারীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী সোহেল মোল্লা অস্ত্র-মাদকসহ গ্রেফতার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

অনলাইন ডেস্ক : বরিশাল র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জেলার বানারীপাড়া থানা এলাকার মহিষাপোতা এলাকায় অভিযান পরিচালনা করে।
র‌্যাবের অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা এলকার শীর্ষ সন্ত্রাসী, ডজন মামলার আসামী সোহেল মোল্লাকে তাকে আটক করে। আটক সোহেলের স্বীকারোক্তি অনুযায়ি তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড এ্যামোনিশন, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ২৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল বানারীপাড়া উপজেলার মহিষপাতা গ্রামের কাশেম মোল্লার ছেলে। সোহেলের নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ এবং মারামারি ১০ টি মামলাসহ আরো অনান্য মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮, সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।