ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে চুরির অভিযোগে আটক-১

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

স্টাফ রিপোর্টার : “ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ি সাকিনস্থ মধ্যপাড়া হতে ১ জন চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪”।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এর পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১০/০৮/২০২২ ইং তারিখ জনৈক মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবদুল হাই, মাতা-মোছাঃ হামিদা খাতুন, সাং-ধুরুয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ র‌্যাব-১৪, ময়মনসিংহ অফিসে হাজির হয়ে অধিনায়ক বরাবর একটি চুরির অভিযোগ দাখিল করেন।

তিনি তার অভিযোগে জানান যে, তিনি একজন ব্যবসায়ী। তার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ধুরুয়া বাজারে“আমিনুল ষ্টোর”নামে বিকাশ, রকেট, ফ্লেক্সিলোড ও মনিহারী মালামালের দোকান আছে। প্রতিদিনের ন্যায় দোকান খুলিয়া ব্যবসায়িক লেনদেন করেন। দোকানে ব্যবসায়িক লেনদেন করে ১,৩৫,০০০/-(এক লক্ষ পয়ত্রিশ হাজার) টাকার ব্যাগসহ ক্যাশ বাক্সে রেখে গত ১৮/০৯/২০২২ ইং তারিখ দুপুর অনুমান ১৪.২০ ঘটিকার সময় দোকানের সাটার বন্ধ করে কাঁচা বাজার করার জন্য অনুমান ৫০০ গজ দূরে কাঁচা বাজারে যায়। পরে দোকানে গিয়ে দেখতে পান দোকানের সাটার অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। তৎক্ষনাত তিনি দ্রুত গতিতে দোকানে প্রবেশ করিয়া দোকানের ক্যাশবাক্স খুলে দেখেন ক্যাশবাক্সের ভিতর রাখা কালো ব্যাগের মধ্যে নগদ ১,৩৫,০০০/- টাকার ব্যাগসহ কে বা কাহারা চুরি করিয়া নিয়ে গেছে।

এই ঘটনা গত ১৮/০৯/২০২২ ইং তারিখ দুপুর অনুমান ১৪.২০ ঘটিকা হইতে ১৫.১০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি ক্যাশবাক্স খুলে চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে চুরির বিষয়টি আশেপাশের দোকনদারদের জানাইলে উপস্থিত সবাইমিলে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে। সিসিটিভি ফুটেজ দেখে ক্যাশবাক্স হইতে টাকা চুরিকরা ব্যক্তিকে পাশের দোকান দাররা চিনতে পারে।

বাদী মোঃ আমিনুল ইসলাম এর উক্ত অভিযোগ পেয়ে র‌্যাব-১৪, ময়মনসিংহ তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে আসামী মোঃ মোকছেদ (২৯), পিতা-মৃত মানিক মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-বাঁশবাড়ী কলোনী, সেহড়া, ডাকঘর-ময়মনসিংহ সদর, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, এ/পি-চরকালীবাড়ী, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ’কে অদ্য ৩০/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাত্রী ০৪.৩৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ি সাকিনস্থ মধ্যপাড়া হতে গ্রেফতার করে এবং আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১। নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা, ২। একটি কালো ব্যাগ, ৩। ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের গত ১৮/০৯/২০২২ ইং তারিখে গৌরীপুর বাজারস্থ আমিনুল ষ্টোরে ক্যাশবাক্স খুলে টাকা চুরিকরার বিষয়টি স্বীকার করে। এ সকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।