ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন আ.লীগ নেতা কাঞ্চন কুমার সরকার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ ছাত্রলীগ হালুয়াঘাট উপজেলা শাখার দুই বারের (সাবেক) সভাপতি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (সাবেক) ভিপি, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও হালুয়াঘাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্যামাক্ষা মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা কাঞ্চন কুমার সরকার। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) অপরাহ্নে জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে তার সমর্থনকারী ও প্রস্তাবকারীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে কাঞ্চন কুমার সরকার সাংবাদিকদের জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে তিনি সম্মানিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন, সকলের সাথে মতবিনিময় করেছেন। ভোটার ভাই-বোনদের সাথে আমার হৃদতাপূর্ন সম্পর্ক গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি সম্মানিত জনপ্রতিনিধিগণ আমাকে তাদের খাদিম হিসেবে গ্রহন করবেন। তিনি আরো বলেন, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাকে তাদের সু-চিন্তিত সমর্থন প্রদান করবেন ।

কাঞ্চন কুমার সরকার হালুয়াঘাট পৌরসভার উত্তরখয়রাকুড়ি গ্রামের ডাঃ ভবেশ চন্দ্র সরকারের একমাত্র পুত্র।
উল্লেখ্য যে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল আনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই বাছাই এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন।