ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক ৩৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩৮ বোতল ফেন্সিডিল,০৩টি মোবাইল ও মাদক বিক্রির নগদ-১,৪৬০/- টাকাসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,গত ১৩ এপ্রিল ২০২০ ইং তারিখ ০৪.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং এর গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জোনাঈদ আফ্রাদ ও এএসপি মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এর পশ্চিম পাশে ঢাকাগামী রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা করে একটি সেলফি পরিবহন যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ভিতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৩৩৮ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল ও মাদক বিক্রির নগদ-১,৪৬০/- টাকাসহ আসামী ১। মোঃ মোর্শেদ (৩৫), পিতা- আবু তালেব, সাং- বানিয়াপাড়া, থানা ও জেলা- জয়পুরহাট, ২। মোঃ মুছা মন্ডল (২৬), পিতা- মোঃ আলীম, সাং- শালাইপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৩। মোঃ রাসেল (২৫), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- বাইটকামারী, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুরদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তারা অবৈধ ভাবে দিনাজপুর জেলার সীমান্ত এলাকা হতে চোরাই পথে ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মামলা নং-০৩, তারিখ ১৩ এপ্রিল ২০২০ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি)/২৫ ডি মূলে হস্তান্তর করা হয়েছে।