ময়মনসিংহ মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

স্টাফ রিপোর্টার : ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল টেকনোলজিস্ট 2 ঘণ্টা কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করার কথা রয়েছে ।

ছয় দফা কর্মসূচির মধ্যে রয়েছে বয়স শিথিল করে ২০০০০ বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান, কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড প্রদান, ওয়ান আমরেলা কনসেপ্ট বাস্তবায়ন, মামলা শেষ না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশকৃত মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ না দেওয়া।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার,, কার্যকরী সদস্য মিজানুর রহমান প্রমূখ। এসময় বক্তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।