দায়িত্ব নিলেন লিজ ট্রাস

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস।মঙ্গলবার রানি এলিজাবেথের সঙ্গে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে দেখা করেন লিজ। সেখানেই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানান রানি।

এর আগে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি রানির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা জানান। তার সেই আবেদন মঞ্জুর করা হয়।

এরপর আসেন লিজ ট্রাস। তিনি রানির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণ শেষে বিমানে করে লন্ডনে চলে যান লিজ ট্রাস। এখন তিনি আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নিজের মন্ত্রীসভা গঠন করবেন। সূত্র: বিবিসি