করোনার ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃকোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। জাতিসংঘ মহাসচিব টিকা নিয়ে টুইট করেছেন। এতে তিনি বলেছেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ প্রধান লিখেছেন, এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সবাই নিরাপদ। গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেওয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব। গুতেরেস আরও বলেন, ‘আমি প্রত্যেককে টিকা নেওয়ার বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ এটা একটি সেবা। আমাদের মধ্যে কেউ একজন টিকা নেওয়ার অর্থ পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। ফলে দায়বদ্ধতা থেকেই সবার টিকা নেওয়া উচিত।’ Share this:FacebookX Related posts: এপ্রিলেই করোনার ভ্যাকসিন আনছে চীন আগস্টেই সম্পন্ন হবে করোনার ভ্যাকসিন তৈরির কাজ : যুক্তরাজ্য বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে : জাতিসংঘ জনগণের জন্য করোনার ভ্যাকসিন উন্মুক্ত করল রাশিয়া মিয়ানমারে বেসামরিক হতাহত অব্যাহত, যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ শপথ নিলেন কুয়েতের নতুন আমির যুবরাজ শেখ নওয়াফ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে ব্যর্থ সৌদি আরব যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী নারী মিয়ানমারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনার ভ্যাকসিনজাতিসংঘনিলেনমহাসচিব